41 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

জেপি নাড্ডা, দিলীপ ঘোষের বাড়িতে কোর কমিটির জোড়া বৈঠক! পশ্চিমবঙ্গ নিয়ে উঠে এল যেসব কথা

 

 পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা

এদিনের জেপি নাড্ডার বাড়িতে হওয়া বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দলের নেতার সভাপতির সামনে রাজ্যের হিংসার ঘটনাগুলি তুলে ধরেন। উন্নতির প্রশ্নে রাজ্য পিছিয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে।

 বৈঠক দিলীপ ঘোষের বাড়িতেও

বৈঠক দিলীপ ঘোষের বাড়িতেও

এদিন দিলীপ ঘোষের বাড়িতেও বৈঠক হয়। যেখানে জেপি নাড্ডার দেওয়া নির্দেশ মতো পরিকল্পনা তৈরি করা হয় বলে জানা গিয়েছে।

জেপি নাড্ডার নির্দেশ

জেপি নাড্ডার নির্দেশ

এদিনের বৈঠকে বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেছেন, সাধারণ মানুষের সামনে মোদী সরকারের ভিশন তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপশাসন তুলে ধরতে হবে। সূত্রের খবর অনুযায়ী, দলের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, আত্মনির্ভর ভারতের কথা ছড়িয়ে দিতে সচেতনতা বাড়ানোর গুরুত্ব দিয়েছেন। বৈঠকে সতর্ক করে বলা হয়েছে বিরোধীরা কৃষকদের মধ্যে সংসদে পাশ হওয়া কৃষি বিল নিয়ে ভ্রান্ত প্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধেও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।

 দলের কর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ

দলের কর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ

দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা শাসক তৃণমূলের হামলার কমলে পড়া দলের কর্মীদের পাশে দাঁড়ানোরও নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গের দায়িত্ব প্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বিজেপির কোর টিম রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতার পাশাপাশি জাতীয় সভাপতির সঙ্গে দেখা করেছে।

বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন

বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন

বৈঠকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, ন্যাশনাল কোঅর্ডিনেটর শিব প্রকাশ, জাতীয় সম্পাদক রাহুল সিনহা এবং মুকুল রায় হাজির ছিলেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles