আইপিএল ২০২০-র শুরুতেই জোর ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে মুম্বই বড়াবড়ই কেকেআরের সামনে শক্ত গাঁট। ১৩ তম আইপিএলে আজদের আবুধাবি মহারণের আগে নাইট রাইডার্স মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ বার মুখেমুখি হয়ে ১৯ বার হেরেছিল। এদিন আমিরশাহী আইপিএলে নাইটদের প্রথম ম্যাচে দীনেশ অ্যান্ড কোম্পানিকে হারিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিল রোহিতের মুম্বই।
Thank you for reading this post, don't forget to subscribe!

এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন দীনেশ কার্তিক। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এরপর আর পিছনে ফিরে তাকাননি রোহিত। ৬টি ছক্কা হাঁকিয়ে এদিন হিটম্যান নিজের ফর্মে ফিরছেন। আবুধাবিতে হিটম্যান ঝড়ে কেঁপে গেল কেকেআর। রোহিতের ৫৪ বলে ৮০ রানে ভর করে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলে। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেকেআর ১৪৬ রান তুলল। নাইটরা ম্যাচ হারল ৪৯ রানে।
এই হারের ফলে আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স কেকেআরকে ২০ ম্যাচে হারানোর কীর্তি গড়ল। মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৬ বার জিতেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।
প্রসঙ্গতে আইপিএলের ইতিহাসে এটাই কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বেশি জয়।
১) মুম্বই কলকাতা নাইট রাইডার্সকে ২০ বার হারাল।
২) কেকেআর কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৭ বার হারিয়েছে।
৩) মুম্বই চেন্নাই সুপার কিংসকে ১৭ বার হারিয়েছে।
৪) মুম্বই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৬ বার হারিয়েছে।
৫) চেন্নাই সুপার কিংসে দিল্লি ক্যাপিটালসকে ১৫ বার হারিয়েছে।