[ad_1]
Thank you for reading this post, don't forget to subscribe!

করোনায় আক্রান্ত হাবড়া পুরসভার প্রশাসক
বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন, হাবড়া পুরসভার প্রশাসক নীলিমেশ দাস। ১২ সেপ্টেম্বর থেকে তিনি কলকাতার হাসপাতালে ভর্তি। সে কথা জানার পরেই হাসপাতালে প্লাজমা দিতে ছোটেন সিপিএম নেতা ঋজিনন্দন বিশ্বাস।

করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋজিনন্দনও
ঋজিনন্দন বিশ্বাসও গত অগাস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন। অ্যান্টিজেন পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েছিল। যদিও তিনি লালারসের নমুনা পরীক্ষা করাননি।

চিকিৎসকরা প্লাজমা নিতে পারেননি
ঋজিনন্দন বিশ্বাসের ইচ্ছা থাকলেও চিকিৎসকরা তাঁর প্লাজমা নিতে পারেননি। তাঁরা জানিয়েছেন যেহেতু লালারসের পরীক্ষায় করোনা ধরে পড়েনি, তাই বোঝা যায়নি তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন। চিকিৎসকদের এই যুক্তিতে অখুশি ওই সিপিএম নেতা।

এটাই হাবড়ার রাজনৈতিক কালচার
নিজের এলাকার বিরোধী দলের নেতার এই সৌজন্যে হাসপাতালে ভর্তি নীলিমেশ দাসের প্রতিক্রিয়া এটাই হাবড়ার রাজনৈতিক কালচার। সিপিএম নেতার এই উদ্যোগে খুশি হাবড়াবাসী। সিপিএম নেতার কাজে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। অন্যদিকে সিপিএম-এর মন্তব্য, তাদের দল রং না দেখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে।
[ad_2]