25 C
Kolkata
Sunday, December 3, 2023
spot_img

পাঁশকুড়া টাইম বোমা কান্ডের মূল চক্রিকে গ্রেফতার করল পুলিশ

রিপোর্টার শুভম সিং,পূর্ব মেদিনীপুর,তমলুক,বেঙ্গল টুডে: পাঁশকুড়ায় টাইম বোমা কান্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ২৪ বছরের আসানুর আলীকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হায়দ্রাবাদের মার্বেল মিস্ত্রি। ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার তমলুক এসপি অফিসের পূর্ব মেদিনীপুর জেলার এসপি সুনীল কুমার যাদব সাংবাদিক সম্মেলন করে জানান যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,এবং পরবর্তী তে তাদের কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করবে পুলিশের আধিকারিকরা। ১৭ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো ও মহালয়ার দিনে টাইম বোমাকে ঘিরে চরম আতঙ্ক ছড়ায় পাঁশকুড়ার শেরহাটি গ্রাম। জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক সিমেন্ট রড ব্যবসায়ী কার্তিক গাঁতাইতের ফোনে উড়ো ফোন আসে। হিন্দি ভাষী এক ব্যক্তি তাকে জানায়, গোডাউনে কী আছে দেখে আসতে। একথা শুনে ডোডাউনে যেতেই চক্ষু চড়কগাছ হয় তাদের। দেখেন দুটি টাইম বোমার আকৃতির কোনও বস্তু। এরপরই পাঁশকুড়া থানার পুলিশকে বিষয়টি জানায় ব্যবসায়ী।পরবর্তীতে নিষ্ক্রিয় করা হয় টাইম বোম্ব জাতীয় বস্তুটিকে। সূত্রের খবর, প্রত্যেকটি উপকরণকেই ফরেনসিক টেস্টে পাঠানো হয়। সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ এম.এম হাসান সহ জেলার পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে,অভিযুক্তকে কোর্টে তোলা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles