রিপোর্টার মনিশঙ্কর বিশ্বাস,হাওড়া,বেঙ্গল টুডে: একসময় হাওড়া শহর, শিল্প নগরী বলে পরিচিত থাকলেও, এখন আর সেই তকমা লেগে নেই তার গায়ে। কারন হাওড়া শহরের বড় বড় শিল্প কারখানা, আজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। ছোট কারখানা গুলো পাচ্ছেনা কাজের বরাত। তাই ১৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার কর্মের দেবতা বিশ্বকর্মা পুজোর দিন, হাওড়া শহরে দেখা গেল লক্ষির অভাবে ঘট পুজোতেই সেরে ফেলতে বিশ্বকর্মা পুজো। অনেক আক্ষেপ রয়েছে কারখানার কর্মীদের।তাদের বক্তব্য লকডাউনের পাঁচ মাস অতিক্রম হয়ে যাবার পরও বহু কারখানায় কাজ নেই ,তাই কোথাও কোথাও এবার পুজোও হয়নি। তাই বিশ্বকর্মা পুজোর দিন শিল্পনগরী হাওড়ার কোন জায়গায় যেন কর্মহীন অবসাদে ভেঙে পড়েছেন কর্মীরা। এক কথায় বলা যেতেই পারে কর্মহীন বিশ্বকর্মা পুজো পালিত হল শিল্পনগরী হাওড়া শহর জুড়ে।
Thank you for reading this post, don't forget to subscribe!