রিপোর্টার বিশ্বজিৎ মন্ডল, মালদা ,বেঙ্গল টুডে: সাইবার হামলার শিকার হলো ক্ষোদ মালদহের জেলা পুলিশ সুপার। তার নামে ভুঁয়ো ফেসবুক একাউন্টের হদিশ মিলল। ঘটনায় উদ্বিগ্ন মালদহের পুলিশ সুপার অলক রাজরিয়া নিজেই। তিনি জেলার সাইবারক্রাইম থানাকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।একইসঙ্গে নিজের ফেসবুক একাউন্টের মাধ্যমে বিষয়টি পরিচিতদের জানিয়ে সতর্ক করেছেন তিনি।প্রসঙ্গত, এর আগেও মালদহের ডেপুটি পুলিশ সুপার শুভতোষ সরকারের নামে ভুঁয়ো ফেসবুক একাউন্ট খুলে অনেককে মেসেজ পাঠিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছিল। তবে যেভাবে জেলার একের পর এক পুলিশ কর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন পুলিশকর্তারা। ঘটনার তদন্তে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছে সাইবারক্রাইম বিভাগ।