ক্যামেরায় তপন রায়,রিপোর্টার অরিন্দম রায় চৌধুরী ,উত্তর ২৪ পরগণা, মোহনপুর, বেঙ্গল টুডে: গত পনেরোই সেপ্টেম্বর রাতে উত্তর চব্বিশ পরগনার বারাকপুরের মোহনপুরে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অভিযোগ উঠেছে, তৃণমূল কর্মী সত্যজিৎ নাট্যের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ভষ্মিভূত করা হয় সম্পূর্ণ গাড়িটি। অভিযোগের তীর তৃনমূলের অপর গোষ্ঠী মোহনপুর পঞ্চায়েত উপপ্রধান নির্মল করের দলের বিরুদ্ধে।
অপরদিকে উপপ্রধান নির্মল কর এই অভিযোগ খারিজ করে বলেন তার দলের পক্ষ থেকে এই রকম কোনো কাজ করা হয়নি এমনকি যে ব্যক্তি এই অভিযোগ তুলেছে সে আদেও দলের কর্মী নয়।
ইতিমধ্যেই স্থানীয় থানার পুলিশ সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে, সেখানে দেখা যায় বাড়ির কছুটা দূরে রাখা গাড়িতে হঠাৎই আগুন ধরে যায়। এই ঘটনার পর থেকেই ছড়িয়েছে চাপা উত্তেজনা। এই বিষয়ে এখন প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার।
Thank you for reading this post, don't forget to subscribe!