সোমনাথ গুপ্ত ,দূর্গাপুর, বেঙ্গলটুডে : এগারো ই সেপ্টেম্বর দূর্গাপুরের কাঁকসা, বামুনাড়া ভৈরবপার্ক এলাকার একটি বাড়িতে গ্যাস লিক করে আগুন লেগে যায় সিলিন্ডারে। জানা যায়,তন্ময় রুইদাস নামে এক ব্যক্তির বাড়িতে রান্না করার সময় হটাৎ আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। এলাকাবাসীরা ছুটে এসে সিলিন্ডারে আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয় এবং সিলিন্ডার ফেটে যাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় অগ্নিনির্বাপণ বিভাগে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা সত্বর ছুটে এসে গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে দেন এবং পরবর্তীকালে আগুন লাগলে কি করা উচিত সেই পদ্ধতিও জানিয়ে দেন এলাকাবাসীকে।ঘটনায় যদিও হতাহতের কোনো খবর নেই।