32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

৭০ ছাড়ানো বন্দিদের মুক্তি দিয়ে যার যার দেশে পাঠানোয় একমত ভারত ও পাকিস্তান

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

ভারত ও পাকিস্তান একমত হল, পরস্পরের জেলে আটক মহিলা বন্দি ও ৭০-এর বেশি বয়সের বন্দিদের মুক্তি দিয়ে যার যার দেশে পাঠানোয়। ২০১৭-র অক্টোবরেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের হাই কমিশনারকে দুদেশের বয়স্ক, মহিলা ও শিশু, মানসিক প্রতিবন্ধী বন্দিদের মানবিক বিষয়গুলি নিয়ে প্রস্তাব দিয়েছিলেন। এক্ষেত্রে বিদেশমন্ত্রক জানান, পাকিস্তান ওই ভাবনায় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, পরস্পরের জেলে আটক ৭০ ছাড়ানো বন্দিদের ছেড়ে দিয়ে যার যার দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও করেছিলেন সুষমা। পাশাপাশি মানসিক প্রতিবন্ধী বন্দিদের পরীক্ষা করে দেখা, এমন বন্দিদের ফেরত পাঠানোয় সাহায্য করতে মেডিকেল বিশেষজ্ঞ দলের সফরের আয়োজনও করা হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। এমনকি পরস্পরের জেলে আটক জেলে ও অন্য বন্দিদের নানা বিষয় খতিয়ে দেখতে যুগ্ম বিচারবিভাগীয় কমিটির যাতায়াত ফের শুরু হবে। কারন এই কমিটি ২০১৩ সালের অক্টোবর মাসে শেষ ভারত সফরে এসেছিল। তবে এই মানবিক বিষয়গুলির ক্ষেত্রে এবার ভারত ও পাকিস্তান একমত হওয়ায় দুই দেশের অফিসারদের মধ্যে আলোচনা হবে।

এক্ষেত্রে পাক বিদেশমন্ত্রক জানান, ‘৬০ ছাড়ানো ১৮-র কম বয়সি শিশু বন্দি আদানপ্রদান করা হোক। বিদেশমন্ত্রী ভারত পাকিস্তানের প্রস্তাবগুলিতে সাড়া দেবে বলেও আশা প্রকাশ করেন। এছাড়া তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভারত ও পাকিস্তান সার্বিক আলোচনার পথে এগোবে, বর্তমানে যে চরম কলুষিত আবহাওয়া রয়েছে, নিয়ন্ত্রণ রেখায় যে উত্তেজনা রয়েছে, তা প্রশমন করার জন্য সচেতন প্রচেষ্টা চালাবে, এটাই তাঁর বাসনা।’

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles