ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
৭ই মার্চ খড়দহ রুইয়ায় একটি বেসরকারি স্কুলে বার্ষিক ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। অভিযোগ, এই একই স্কুলের অপর একটি শাখা রয়েছে সোদপুরে। সেই স্কুলের বার্ষিক ফি ১২ হাজার টাকা অথচ খড়দহের এই স্কুলের বার্ষিক ফি ওই একই ক্লাসের জন্য ২৫ হাজার টাকা। এমনকি শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিমাসে সোদপুরের ওই স্কুলে ১২০০ টাকা নেওয়া হলেও, এই স্কুলে প্রতিমাসে সেটা তিন হাজার টাকা নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে খড়দহের এই স্কুলের কোন কিছুরই মান উন্নয়ন ঘটেনি বলেই জানা যায়। যদিও অপরদিকে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে একেবারেই মুখ খুলতে নারাজ।
You May Share This