Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শনিবার শহর শিলিগুড়ির অদূরে ঘোঘোমালিস্থিত সারদা শিশু তীর্থতে অনুষ্ঠিত হল একদিবসীয় সাংস্কৃতানুষ্টানের। এদিনের অনুষ্ঠানে শ্রদ্ধেয় স্বনামধন্য সেতার বাদক পন্ডিত নিখিল ব্যানার্জীর স্মরণে দ্বৈত যন্ত্র বাদন পরিবেশনা এবং “সোহিনী”-র (একাডেমির) উপাচার্য একালের উত্তরের ভূমিপুত্র বিখ্যাত সেতার বাদক পবিত্র চট্টোপাধ্যায়ের আয়োজনে স্বশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
[espro-slider id=19117]
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিখ্যাত শিল্পীরা। তাঁরা তাঁদের বাদনশৈলীর দ্বারা অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতাদের মনমুগ্ধ করে তোলেন। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জলন ও পন্ডিত নিখিল ব্যানার্জীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। সকল শিল্পীদের সম্মান জ্ঞাপন করা হয়।
[espro-slider id=19121]
এছাড়াও এদিনের অনুষ্ঠানের মূলত বেশিরভাগ শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে তরুণদের কিছু বাদন পরিবেশনা। দেবাপন কর্মকার ও দেবস্নেহা চ্যাটার্জির দ্বৈত সেতার বাদন পরিবেশনা এবং সঙ্গতে অভ্রদীপ পোদ্দারের এসরাজ ও রিতম দেব সরকারের তবলার অসাধারণ সুরতান ও বাদনের রসময়তা পুরো অনুষ্ঠানের আবহকে এক ভিন্ন স্বাদে পরিবেশন করে সকলের কাছে।
[espro-slider id=19125]