Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যু হল এক গর্ভবতী গাভীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে অবস্থিত ঘোঘোমালি অঞ্চলের পাপিয়া পাড়ার কাছে নরেশ মোড় এলাকায়। জানা গেছে কিছুদিন আগে বৃষ্টিপাতের জন্য রাস্তার পাশের একটি মাঠে জল জমাবস্থায় ছিল। মাঠের ধারেই ছিল কাঁচা জল ভর্তি নর্দমা। গাভীটিকে তাঁর মালিক নিত্যদিনের মতো মাঠে ঘাস খেতে বেঁধে রেখে যায়। ঘাস খেতে খেতে পা পিছলে নর্দমায় মুখের পরে পড়ে, জল কাদায় আটকে যায়। দীর্ঘক্ষণ এই অবস্থায় থাকায় ছটফট করতে থাকলে গলার ফাঁস আরও চেপে বসে। অবশেষে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় গাভীটি। আশ্চর্যের বিষয় হলো, স্থানীয় বেশ কিছু দোকানে কর্মরত ছিল বেশ কয়েকজন, কিন্তু তাদের কেউই ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল নন। দিন-দুপুর তরতাজা একটি গর্ভবতী গাভীর এহেন মৃত্যুতে শোকস্তব্ধ গোটা তেলিপাড়াবাসী।