Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বুধবার বিশ্ব খাদ্য দিবসে শহর শিলিগুড়ি ও জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্রীন ভ্যালি’ নিউ জলপাইগুড়ি স্টেশনে দুঃস্থ, চরম দারিদ্র সীমার নীচে বসবাসকারী অসহায় খাদ্য-বস্ত্র-বাসস্থানহীন মানুষদের মুখে খাদ্য তুলে দিয়ে অভুক্ত মানুষগুলোর পাশে দাঁড়ালো। দুঃস্থ মানুষগুলো এন জে পি স্টেশন চত্বরে, প্ল্যাটফর্মে, কখনো স্টেশনের বাইরে রাত কাটায়। প্রতি বছরের মত এ বছরেও তাই গ্রীন ভ্যালি টিম দুঃস্থ মানুষদের জন্য ভাত, ডাল, নিরামিষ সব্জি, মাংস, পাঁপড় ভাজা, মিষ্টির আয়োজন করে। সারাদিন তাদের সাথে কাটাতে পেরে টিম গ্রীন ভ্যালি আপ্লুত।
[espro-slider id=19081]