27 C
Kolkata
Sunday, December 3, 2023
spot_img

বাজার অগ্নিমূল্য, লক্ষীর আরাধনাতে কাটছাঁট মধ্যবিত্ত বাঙালির

 

Thank you for reading this post, don't forget to subscribe!

মনি শঙ্কর বিশ্বাস, হাওড়া ও কৈলাস বিশ্বাস, বাঁকুড়া, বেঙ্গল টুডেঃ চলে এলো লক্ষ্মী পুজো। তাই হাওড়া রামরাজতলা সামনে লক্ষ্মী প্রতিমা বিক্রি টা চলছে বেশ জোর কদমে। তবে ক্রেতাদের ভীড় নেই বললেই চলে। তার উপর গত বছরের তুলনায় এ বছরে প্রতিমার দাম দ্বিগুন। ফল, ফুল ও অন্য পুজোর সামগ্রীর দামও অনেক বেশি। অপরদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল সবজি চাষিরা। এর ফলে পটল, ঝিঙে, বেগুন, কপি সহ বিভিন্ন সবজি জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। আর এই সবজি নষ্টের ফলে শুধুমাত্র কৃষকরাই যে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পরেছে তাই নয়, এবার মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্তের। কেননা এই সবজি নষ্টের ফলে এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে বিভিন্ন সবজির দাম। রতন দাস নামে এক সবজি ব্যবসায়ী বলেন, “সবজির অতিরিক্ত দাম বৃদ্ধির ফলে আমাদের ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে।” পুজোর পর এমনিতেই হাতে টান। তার উপর বাজার অগ্নিমূল্য। তাই লক্ষীর আরাধনা তেও কাটছাঁট মদ্ধব্রিত্ত বাঙালির। তাই এবার জিনিস পত্র কেনাকাটি কমিয়ে লক্ষি পুজোর আয়োজনে মেতেছে বাঙালি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles