শোভন মজুমদার, আলিপুরদুয়ার, বেঙ্গল টুডেঃ শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার দলগাঁও চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে এক যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দলগাঁও চা বাগানে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ওই যুবকের নাম গোপাল আচার্য্য। ফালাকাটার সুভাষ কলোনী এলাকার বাসিন্দা সে। তার বিরুদ্ধে ২০১৩ সালে ফালাকাটার এক ছাত্রী নিকিতা দত্তকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগে মামলা চলছিল। বর্তমানে গোপাল জামিনে ছিল। পুলিশ সুত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্তারা। তবে ময়না তদন্তের আগে পুলিশ বা বনকর্তারা।
You May Share This