শান্তনু বিশ্বাস, পেট্রোপোল:
Thank you for reading this post, don't forget to subscribe!
ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর এলাকা থেকে কোডাইন মিকচার সহ ধৃত ১ পাচারকারী। ধৃতের নাম মিজানুর সেখ (৬২)। বাজেয়াপ্ত করা ৫লিটার তরল মাদক কোডাইন মিকচার।
৫ ই মার্চ গভীররাতে পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর এলাকায় পেট্রাপোল থানার পুলিশ হানা দিয়ে মিজানুর সেখ নামে এক পাচারকারীকে গ্রেফতার করেন এবং তাঁর কাছ থেকে ৫লিটার তরল মাদক কোডাইন মিকচারও উদ্ধারও করা হয়।
পুলিশি সুত্রে খবর, ধৃত মিজানুর সেখকে এর আগেও বিভিন্ন অসামাজিক কাজের জন্য গ্রেফতার করে পুলিশ। ৬ ই মার্চ ধৃতকে ১০ দিনের পিসি চেয়ে বারাসাত আদালতে তোলা হয়।