Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ উত্তরবঙ্গ তথা শহর শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা “একটি প্রয়াস”। সমাজে নানা ধরনের কাজ অর্থাৎ সমাজসেবা করতে উদ্যোগী এই সংস্থা, তা যেমনই কাজ হোক না কেন। প্রতিবছর মহালয়ার দিন সংস্থার পক্ষ থেকে নানারকম আয়োজন করা হয়ে থাকে। তাই প্রতি বছরের মত এবারেও সংস্থার সকল সদস্যরা উদ্যোগ নেয় কুমোরটুলির মৃৎশিল্পীদের প্রাতরাশ করানোর। প্রায় ২৫০ জনকে খাদ্য বিতরণ করা হয়। এর পাশাপাশি মহানন্দাকে বাঁচানোর জন্য প্রায় ৫০টি চারাগাছ শিল্পীদের হাতে তুলে দিয়ে সংস্থার কর্ণধার তনিমা ঘোষ সরকার জানান, চারাগুলি মহানন্দা নদীর ধারে লাগানো হবে।
[espro-slider id=18898]