Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি শিক্ষা জেলার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে শুক্রবার, শহরের কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন হলে আন্তঃবিশ্ববিদ্যালয় বসে আঁকো প্রতিযোগিতা, গান, নৃত্য ও বাদ্য স্ববাদন পরিবেশনা’র মতো একক দিবসীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন, মোট ২৪টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে এবং জেলাস্তরে বিজয়ীরা পরবর্তী পর্যায়ে রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয়েছে বিপাশা ও অনুরাগ সাহা, দ্বিতীয় স্থান অধিকার করেছে কুহেলী বিশ্বাস।
[espro-slider id=18879]