ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব শিক্ষা সংস্কার। হিন্দুশাস্ত্রবিদ হয়েও ধর্মকে শিক্ষাক্ষেত্র থেকে নির্বাসিত করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি বিদ্যাসাগর মহাশয়। সংস্কৃত কলেজের দ্বার শূদ্রদের জন্য উন্মুক্ত করে দেওয়া, অষ্টমী ও প্রতিপদের পরিবর্তে রবিবার সাপ্তাহিক ছুটির প্রবর্তন ছাড়াও বেদান্ত ও সাংখ্যকে ভ্রান্তদর্শন বলে ব্যাখ্যা করে তার পরিবর্তে দেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পক্ষে তাঁর মতদান, এক উদার ধর্মনিরপেক্ষ শিক্ষাদর্শের সূচনা ঘটায়। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার তিনি ছিলেন একান্ত পক্ষপাতী। এজন্য বাংলা বর্ণমালাকে সংস্কৃত ব্যাকরণের অযৌক্তিক নিয়মজাল থেকে মুক্ত করে নির্মেদ ও আধুনিক করে তোলাকে তিনি বিশেষ প্রয়োজনীয় মনে করেছিলেন। বর্ণপরিচয় গ্রন্থে তাঁর লিপিসংস্কারই পরবর্তীকালে বাংলা লিপির আদর্শ হয়ে দাঁড়ায়। আজ পর্যন্ত এই লিপিই বাংলায় প্রচলিত।
[espro-slider id=18855]
আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্ম বার্ষিকী। সারা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন হল তাঁর জন্মবার্ষিকী। বাদ গেলনা শহর শিলিগুড়িও। তাঁর আদর্শকে সামনে রেখে শিলিগুড়ির বুদ্ধ ভারতী বিদ্যালয় এবং শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী উচ্চতর বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রভাতফেরী ও সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়।
[espro-slider id=18861]