ভাস্কর চক্রবর্তী, বেঙ্গল টুডেঃ শুক্রবার দুপুরে ভুটান পাহাড়ের আকাশে ভারতীয় সেনাবাহিনীর কর্তব্যরত চিতা হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়। অরুণাচলের খিরমু থেকে ইয়ংফুল্লা পর্যন্ত আকাশে উড়তে থাকার সময় দুর্ঘটনাটি ঘটে। সেখানেই কপ্টারের ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া যায়।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, চিতা হেলিকপ্টারে দুজন ভারতীয় সেনার বিমান চালক উপস্থিত ছিলেন। একজন ছিলেন ভারতীয় এবং অপরজন ভুটানী বিমান চালক। তাঁরা হলেন এল টি কল রাজেশ পারমার (আই এ), ক্যাপ্টেন কালজাঙ ওয়াংড়ি (আর বি এ)।
You May Share This