Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ৮ নম্বর মণ্ডলের সহযোগিতায় এবং এসআরটিয়ানস্’য়ের পক্ষ থেকে শিলিগুড়ির ৪৪ নং ওয়ার্ডের বৈদ্য চক্র কলোনির দুই শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বাসিন্দাদের “হুইলচেয়ার” বিতরন করা হয়। এদিন, তাদের হুইলচেয়ার দেবার পর, এসআরটিয়ানস্’য়ের পক্ষ থেকে জানানো হয়, এমন ধরনের কর্মসূচি তাঁরা পূর্বেও নিয়েছে এবং সুদূর ভবিষ্যতেও নেবে যাতে সমাজের প্রতিটি মানুষের মুখে হাসির কিরণ ঝলমল করে। আর পুজোর প্রাক্কালে এমন উপঢৌকন যেন তাঁদের কাছে এক বাড়তি পাওনা।