Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বুধবার বিওপি ভাটগাঁওয়ে ৪১ বিএন ৮ গ্রাম মাদক সহ গ্রেপ্তার করে দুই জন নেপালি যুবককে। তারা গোপনে মাদক নেপালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ধৃত দুই যুবকই নেপালের বাসিন্দা। একজন হল প্রভাস ধিমল, বাবার নাম নবীন কুমার ধিমল, বয়স ১৯ বছর, বাড়ি সাঙ্গারমাতু চক, ভদ্রপুর, ঝাপা নেপাল। অপরজন হল রহিত সাহ, বাবার নাম রুপেস সাহ, বয়স ১৮ বছর, বাড়ি সাঙ্গারমাতু চক, ভদ্রপুর, ঝাপা নেপাল। দুজনকে গলগলিয়া থানায় তুলে দেওয়া হয়। এনডিপিডি ১৯৮৫ আওতায় ২২ ও ২৩ নম্বর ধারায় তাদের ওপর মামলা দায়ের করা হয়েছে।