Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারের তরফ থেকে শিলিগুড়িতে পালিত হল ‘ওয়ার্ল্ড ওজোন ডে’-২০১৯। বিজ্ঞান বিষয়ক বহু কার্যকলাপ সেখানে প্রদর্শিত হয়। সায়েন্স সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর ঋতব্রত বিশ্বাস দিনটির তাৎপর্যতা ব্যাখ্যা করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে তোলেন। ছাত্রছাত্রীরাও আগ্রহের সাথে পরিবেশ সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করে। নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারের এডুকেশন অফিসার বিশ্বজিৎ কুন্ডু বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় ও জলবায়ুগত পরিবর্তনের দিকটি সকলের সামনে আলোকপাত করেন। পরিবেশ সম্পর্কিত একটি ক্যুইজ শো এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন নিয়ে শোয়ের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।