Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল অবস্থা। বেশকিছু জায়গায় রাস্তার উপর বিশালাকার গর্ত চোখে পড়ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চম্পাসরী জাতীয় সড়কের অবস্থা খুবই বিপদজনক। যানবাহন ও নিত্যযাত্রীদের চলাচলের ক্ষেত্রে খুবই অসুবিধার সৃষ্টি করেছে।
বহুদিন হয়ে গেল প্রশাসনকে বলার পরেও রাস্তা মেরামতের কোনো কাজ হয়নি। শনিবার ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তার ওপর একত্রিত হয়ে গর্তের মধ্যে চারাগাছ লাগিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ও রাস্তা মেরামতির জন্য বিক্ষোভ দেখায়।