31 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

বরদাকান্ত বিদ্যাপীঠের প্রাক্তনীদের শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করার নয়া অভিযান

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বর্তমানে যে হারে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে চলেছে তাতে সকল দেশের পরিবেশবিদ থেকে শুরু করে জনসাধারণের কপালে ভাঁজ ফেলেছে। বিশ্ব উষ্ণায়নের হার ক্রমশ বেড়েই চলেছে। বেশ কয়েকদিন আগে পৃথিবীর প্রাণকেন্দ্র তথা সারা বিশ্বের অক্সিজেনের উৎস ব্রাজিলের আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ বৃষ্টিচ্ছায় অরণ্য বা ‘রেইন ফরেস্টের’ প্রায় অর্ধেক অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অরণ্যের অবলা প্রাণ গুলোও তার সাথে বলি। বহু মানুষ, পশুপাখি গৃহহীন। এর প্রভাব কতটা ভয়ঙ্কর রূপ পেতে চলেছে তা নিয়ে বিশ্বে শুরু হয়েছে গুঞ্জন। তাই এই দৃশ্যকে সামনে রেখে রবিবার শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের ১৯৯৭ সালের প্রাক্তন ছাত্ররা শিলিগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য এক অভিযান কর্মসূচির আয়োজন করে। শুধু তাই নয় এই কর্মসূচির দ্বারা সাধারণ মানুষকে সচেতন করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

[espro-slider id=18704]

শহরের হাসমিচক থেকে এয়ারভিউ মোড় হয়ে পুনরায় হাসমিচক পর্যন্ত রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ক্যারিব্যাগ ও প্লাস্টিক ব্যাগ জাতিয় বস্তু একত্রিত করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের হাতে তুলে দেন। প্রাক্তনীরা টানা দুই ঘন্টা ধরে অভিযান করে মোট ৪০ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করেছে। এই অভিযানে স্কুলের প্রায় ৪০ জন ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করেন।

 

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles