Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ ‘করম’ হল প্রকৃতি পূজা ও উর্বরতার উৎসব যা প্রায় সাত দিন ধরে পালন করে আদিবাসী মানুষেরা। করম গাছের ডাল সংগ্রহ করে নিয়ে গৃহস্থের কুমারী কন্যারা তাদের বাড়ির উঠোনে এই ডাল প্রতিষ্ঠা করে করমের ব্রত পালন করেন। এই জনজাতিরা করম গাছের ডালের ৩টি শাখাকে প্রকৃতি, ঈশ্বর এবং মানুষ হিসেবে কল্পনা করে ৩টি ডালকে একসাথে সুতো দিয়ে বেঁধে পূজা করা হয়। সাত দিন ধরে খুব নিষ্ঠার সাথে ব্রত পালন করে করম রাজার আরাধনা করা হয়ে থাকে
এছাড়া উর্বরতার প্রতীক হিসেবে ভুট্টার বীজ বপন করা হয়।
[espro-slider id=18672]
সাত দিন ব্রত পালনের পর তারা চা বাগানে ঢোল, মাদলের ছন্দে নানা উৎসবে মেতে ওঠে। পরের দিন সকালে করম গাছ নদীতে বিসর্জন দেওয়া হয়। মঙ্গলবার শান্ত স্নিগ্ধ ভুটান পাহাড়ের সৌন্দর্যের কোলে সুকরেইতি নদীর তীর আদিবাসী কন্যাদের ভিড়ে ও পূজার বিসর্জন অনুষ্ঠানের জন্য জমজমাট হয়ে ওঠে।