Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রী অভিজিৎ রায় চৌধূরী ভেঙে দিলেন শিলিগুড়ি বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটি। শনিবার সকালে নিউ জলপাইগুড়ি এলাকায় একটি বিজেপির সাংগঠনিক বৈঠকে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় সাথে কথা কাটাকাটি হয় মন্ডল সভাপতি কাজল বিশ্বশর্মার। এরপরই নড়েচড়ে বসল বিজেপির রাজ্য ও জেলা কমিটি। এরপরই বিজেপির রাজ্য এবং শিলিগুড়ি জেলা কমিটি সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি ৬নং মন্ডল ভেঙে দেওয়ার।

বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি কোনোরকম বিশৃঙ্খলা পছন্দ করে না। তিনি আরও সংযুক্ত করে বলেন, সাংসদের সাথে সঠিক ব্যবহার করা হয়নি এবং সেই কারণেই ভেঙে দেওয়া হয়েছে ৬নং মন্ডল কমিটি। পরবর্তীতে রাজ্য এবং জেলা নেতৃত্ব বৈঠক করে সিদ্ধান্ত নেবে ওই মণ্ডল কমিটিতে কারা কারা থাকবেন দায়িত্বে।