Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স সেবক রোডে অভিযান চালিয়ে প্রায় ১.৫৫ কোটি টাকার বিদেশি সামগ্রী উদ্ধার করল। পাওয়া গেছে বহু বিদেশি জুতো, জ্যাকেট ও বস্ত্র। এগুলি সব ভারতের নাথুলা বর্ডার দিয়ে চীন থেকে এসেছে। এই অবৈধ কাজের সাথে শিলিগুড়ির কিছু ব্যক্তি জড়িত আছে বলে অভিযোগ।

অন্যদিকে, ডিআরআই সূত্রে খবর, নাথুলা ট্রেডের আড়ালে চলছিল এই স্মাগলিং। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের অভিযানে ৪ জনকে গ্রেফতার হয়। ধৃতদের নাম সাগর ছেত্রী বাড়ি চম্পাসারী, শিলিগুড়ি; অরুন তামাং বাড়ি রম্ভি বাজার; গোপাল খাবাস বাড়ি মাল্লী ও মহেশ শর্মা বাড়ি মাল্লি। ধৃতদের শুক্রবার, শিলিগুড়ি আদালতে তোলা হয়। পাচারচক্রে আর কারা জড়িত তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে ডিআরআই।