ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ দূর আর দূর রইলো না। নেপাল থেকে পশ্চিমবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি যাওয়া আসা করতে হলে সাধারণ মানুষ তথা পর্যটকদের বারবার গাড়ি বদল করতে হয়। তাছাড়াও রয়েছে কাস্টম ও এস.এস.বির তল্লাশি। এসবের কথা মাথায় রেখে পর্যটকদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের সাথে নেপালের সরাসরি বাস পরিষেবা চালু করা হল। নেপালের কাঠমান্ডু থেকে বাস শিলিগুড়ি এসে পৌঁছনো মাত্র সকল যাত্রীদের মালা পড়িয়ে ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানায় শিলিগুড়ির বাসের মালিক ও কর্মচারীরা। এই পরিষেবা চালু হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে খুশির অন্ত নেই।