Thank you for reading this post, don't forget to subscribe!
অমিয় দে, দক্ষিণ ২৪ পরগনা, বেঙ্গল টুডেঃ বাড়িতে কেউ না থাকায় নিজেই স্টোভ জ্বেলে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল মল্লিকপুর গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মুশকান পেয়াদার। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত গনেশপুর পেয়াদা পাড়াতে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বাবা মা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিল। বাড়িতে একই ছিল মুশকান। স্টোভ জ্বেলে রান্না করবে বলে তাতে কেরোসিন তেল ঢালতে যায়। সেই সময় তার জামাতে কিছুটা তেল পড়ে যায়। এরপর স্টোভ জ্বালতেই তার গায়ে আগুন ধরে যায়। নিজেকে বাঁচাতে ঘর থেকে দৌঁড়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়।

প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় এম .আর . বাঙ্গুর হাসপাতালে। অবশেষে ৩০শে আগস্ট, গভীর রাতেই মৃত্যু হয় মুশকানের। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে।