অরুপ অধিকারী, মছলন্দপুর, বেঙ্গল টুডেঃ গত ২৫শে আগস্ট, রবিবার মছলন্দপুর সাহাপাড়া থেকে রাহুল চক্রবর্ত্তী নামে এক ১০ বছর শিশু নিখোঁজ হয়। পরিবার সূত্রে জানা যায়, বাচ্চাটি বাড়ির পাশে একটি ক্লাবের মাঠে ফুটবল টুর্নারমেন্টে দেখতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও, বাড়ি না ফেরাতে বাড়ির লোকজন খুজতে থাকে। কিন্তু এখনো পর্যন্ত বাচ্চাটির খোঁজ পাওয়া যাইনি। হারাবার সময় পরনে ছিল নীল রঙের প্যান্ট ও কমলা কালারের গোল গলা গেঞ্জি। জানা যায়, গোবরডাঙ্গা থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছে।