Thank you for reading this post, don't forget to subscribe!
অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুর, বেঙ্গল টুডেঃ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাত দিন ব্যাপী বিশেষ ট্র্যাফিক সচেতনতা সপ্তাহের শেষ লগ্নে ৩০শে আগস্ট, শুক্রবার কমিশনারেটের তরফ থেকে আয়োজিত হলো এক অনবদ্য অনুষ্ঠান ব্যারাকপুরের মঙ্গলপান্ডে উদ্যানের আজিযুল রবিদাস ভবনে। এদিনের প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আইপিএস মনোজ বার্মা, ডিসি জোন ওয়ান আইপিএস আনন্দ রায়, ক্যান্টনমেন্ট বোর্ডের সি.ই.ও অনন্ত আকাশ, ব্যারাকপুরের মহকুমা শাসক এ.কে. আজাদ সহ আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মঞ্চে সকল অতিথিকে একটি করে চাড়া গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়ে। এদিনের মঞ্চ থেকে এলাকার বেশ কিছু স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়ে ছোটোদের হেলমেট। কারণ হামেসাই দেখা যায় বাইকে বাবা-মার সাথে ছোট্ট ছেলে-মেয়েরা যখন যায় তাদের বাবা-মায়ের মাথায় হেলমেট থাকলেও ছোট্ট মাথায় থাকেনা হেলমেট। এদিন এমনকি বেসরকারি বাসের মালিকদের হাতেও তুলে দেওয়া হয়ে একটি করে ফার্স্ট এইড বক্স ও ভ্যান চালকদের মাথায় পড়িয়ে দেওয়া হয়ে একটি করে লাইট যুক্ত হেলমেট ও ফ্লোরেসেন্ট জ্যাকেট। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত মন্মথনাথ হাই স্কুলের হেডমাস্টার কবি নজরুলের একটি কবিতা পাঠ করে শোনান।
[espro-slider id=18590]
অপরদিকে, বেলঘড়িয়া সোমা মাইম দ্বারা পরিবেশন করা হয়ে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর পক্ষে মঞ্চস্ত করা হয়ে একটি মাইম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের করজোরে হাততালি দেখে বোঝা যায় যে এই মাইম সকলের মন ছুয়ে যায়। সর্বশেষে এদিন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যারাকপুর পুলিশ কমিশরেটের এ.সি.পি -২ (ট্র্যাফিক) শিবাশিস ঘোষ। ব্যারাকপুর পুলিশের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলে যে এই কথাটা মনে রাখবে যে আগামী দিনে রাস্তায় বেরোলে সজাগ ও সচেতন হয়ে গাড়ি নিয়ে বা পথে চলাচল করতে হবে তা বলাই বাহুল্য।