Thank you for reading this post, don't forget to subscribe!
কৌশিক ঘোষ ও সোনা গোস্বামী, মুর্শিদাবাদ, বেঙ্গল টুডেঃ গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, ৩০শে আগস্ট, শুক্রবার ভোর রাতে বহরমপুর থানার ভাকুড়ি ঠাকুরপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম তমা ভাস্কর। মৃতার ভাই অসিত শর্মার অভিযোগ, মৃতার ভাইয়ের অভিযোগ, তার দিদিকে পরিকল্পনা করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কাছে সঠিক বিচার চায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জলঙ্গী থানার ফরিদপুরের বাসিন্দা তমা শর্মার সাথে ১৩ বছর আগে বিয়ে হয় বহরমপুর থানার ভাকুড়ির বাসিন্দা পেশায় কাঠ ব্যাবসায়ী মনোজ ভাস্করের। তাদের একটি ৮ বছরের পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তমার উপর শারিরীক ও মানসিক ভাবে অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকজন। এমনকি বাপের বাড়ির লোকেদের সঙ্গে কোন যোগাযোগ করতে দিত না অভিযুক্ত। পরবর্তীতে, বহরমপুর থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে এবং অভিযোগের ভিত্তিতে স্বামী মনোজ ভাস্করকে গ্রেপ্তার করে।