ভাস্কর চক্রবর্তী, আলিপুরদুয়ার, বেঙ্গল টুডেঃ মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়কের দলদলির হরিবাড়ি এলাকায়, বারবিশাগামী পাথর বোঝাই একটি ট্রাকের চাকা খুলে সড়কের পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় বুলেটে চেপে কুমারগ্রামের দিকে যাচ্ছিলেন এক স্কুল শিক্ষক। ট্রাকটির চাকা খুলে যাওয়ায় সজোরে বুলেটটিকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন সাহেবপাড়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু ভৌমিক। তিনি কামাখ্যাগুড়ির বাসিন্দা।
[espro-slider id=18550]
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে, পথ আটকে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তাদের অভিযোগ, ওভারলোডিংয়ের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। রাস্তা বেহাল থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অবরোধ চলাকালীন পুলিশের সাথেও বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ট্রাক ও বুলেটটি আটক করেছে কুমারগ্রাম থানার পুলিশ। দুপুর ১ টা নাগাদ ঘটনাস্থলে আসেন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার। স্থানীয়দের সাথে কথা বলে সেখান থেকে অবরোধ তুলে দেন।