Thank you for reading this post, don't forget to subscribe!
শৌভিক মহাজন (হোয়াটসঅ্যাপ রিপোর্টার), ইছাপুর, বেঙ্গল টুডেঃ ১২ বছর আগে ইছাপুর ১নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অসিত পালের মামা হিরন দত্ত মারা যাওয়ার সময় ভাগ্নাকে ১বিঘা ১৫কাঁটার এক জমি দান করে যাওয়ায় সেই জমিতে চাষ করে দিন কাটাচ্ছিলেন অসিত বাবু। কিন্তু হটাৎ করে সেই জমির ওপর নজর পরে গোবরডাঙ্গার তৃণমূল কংগ্রেসের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সবিতা দাস, স্বামী অশোক দাস ও প্রোমোটার রমেশ দাসের। অসিত পালের অভিযোগ, তারা জমিটির নকল কাগজপত্র বের করে জমিটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। অনেকদিন ধরেই চাপানউতোর চলছিল। এদিন, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তারা অসিত পালের বাড়ির ওপর হামলা করে বলে অভিযোগ। গুরুতরভাবে আহত অবস্থায় অসিত পাল ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।
[espro-slider id=18520]
প্রসঙ্গত, কয়েকমাস আগে বনগাঁ আদালতে আর্জি জানালে, আদালত জমির ওপর ১৪৪ ধারা জারি করে। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র যে বা যাঁরা জমিতে চাষাবাদ করে বা করবে তাঁরাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে সেই জমিতে। কিন্তু, রেষারেষির মাত্রা সীমা ছাড়ালে, জমিতে ফলনশীল নানান শাকসবজি অশোক দাস ও রমেশ দাস নষ্ট করেছে বলে অসিত পালের পরিবার ও পাশের স্থানীয়রা অভিযোগ এনে গাইঘাটা থানাতে লিখিতভাবে এদিন অভিযোগ জানান।