34 C
Kolkata
Friday, March 15, 2024
spot_img

জেলা স্তরে দার্জিলিঙের পড়ুয়াদের নিয়ে সায়েন্স সেমিনার নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারে

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ ডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস এন্ড স্পোর্টস এবং নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারের যৌথ উদ্যোগে দার্জিলিং জেলা স্তরীয় পড়ুয়াদের নিয়ে সায়েন্স সেমিনার ২০১৯ আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা স্কুলগুলির অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন মহেশ বর্মন (ডব্লিউবিসিএস এক্সাকাটিভ, ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার দার্জিলিং), ডঃ বিশ্বজিৎ সিনহা (প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, নর্থবেঙ্গল ইউনিভার্সিটি)। ১৭টি স্কুলের ১৭জন ছাত্রছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল।
[espro-slider id=18475]
এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল “পিরিয়ডিক টেবিল অফ কেমিক্যাল এলিমেন্টস: ইম্প্যাক্ট অন হিউম্যান ওয়েলফেয়ার”। এই সেমিনারটি রাজ্য সরকার এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ভারত সরকারের যৌথ উদ্যোগের ব্যবস্থাপনা। প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার প্রাপকদের রাজ্য স্তরের সায়েন্স সেমিনারে যোগদান করতে কলকাতায় নিয়ে যাওয়া হয় যেটি অনুষ্ঠিত হয়েছিল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles