27 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

২০২১ তো বহু দূর! ২০১৮-তেই মোদীর শেষ ভাষণ – ডেরেক ও’ব্রায়েন

ওয়েবডেস্ক, বেঙ্গল্টুডেঃ

“২০১৮ সালেই লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ২০১৯-এর স্বাধীনতা দিবসে তিনি আর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন না। তাই ২০১৯-এ তাঁর লালকেল্লায় ভাষণ দেওয়া হবে না।” ত্রিপুরা বিজয়ের পরদিনই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

ডেরেক এদিন বলেন, ‘ত্রিপুরায় লাল দুর্গের পতন ঘটিয়ে যতই উৎসাহিত হন না কেন, বিজেপি ২০১৯-এর পর দিল্লির কুর্সিতে থাকবে না। ২০১৮ সালই বিজেপির শেষ বছর। শুধু ত্রিপুরার দুটি আসন নিয়েই ওঁরা আনন্দ উপভোগ করুন। অন্য আসনগুলি আর সামলাতে পারবে না বিজেপি। আসন্ন কর্নাটক-রাজস্থান-মধ্যপ্রদেশেই তার প্রমাণ পাবে বিজেপি।’

এখানেই শেষ নয় তিনি আরও বলেন, “এখনও বাংলার দিকে দৃষ্টি দিচ্ছে বিজেপি। তার আগে তো ২০১৯ সামলান, তারপর বাংলার দিকে চোখ তুলে তাকাবেন। ভুলে যাবেন না, আপনারা যে রাজ্যে জিতে এত উৎফুল্ল, তা একটা জেলার থেকেও ছোট। পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা হাওড়ার থেকেও কম ভোটার ত্রিপুরায়।” এরপর তিনি বিজেপিকে কটাক্ষ করে ছন্দ করে বলেন, “আগে ২০১৯ সামলা, তারপর ভাবিস বাংলা।”

এদিনই স্পষ্ট করে দেন ডেরেক যে সংসদের দুই কক্ষে যে বিজেপির বিরুদ্ধে তাঁরা একযোগে সরব হবেন। বলেন, “বার্ন স্ট্যান্ডার্ড-সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বন্ধ করে দিতে চাইছে বিজেপি। তার বিরুদ্ধে একযোগে আওয়াজ উঠবে সংসদের দুই কক্ষে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত আমরা মানব না। কেন্দ্রের জনবিরোধী সরকারকে উৎখাতের দাবি উঠবে জোটবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই। তবেই প্রতিবাদ হবে শক্তিশালী।”

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles