ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বর্তমান সময়ে পৃথিবীর উষ্ণতা এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে তার প্রভাব গোটা বিশ্বে প্রতিফলিত হচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা দ্বিগুণের থেকেও দ্বিগুণ হারে বেড়ে চলেছে। চারিদিকে বেড়ে গেছে হাহাকার। নির্বিচারে বনাঞ্চল নিধন, পুকুর, জলাশয় ভরাট করে বড় বড় বাড়ি, কলকারখানা নির্মাণ, প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি ইত্যাদি অবিবেচ্য কর্মকান্ডের জেরে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দিয়ে যাচ্ছি। তাই সামনের দিনগুলি যাতে আমরা সুস্থভাবে শ্বাস নিতে পারি তার জন্য ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। বেশি পরিমাণে গাছ লাগাতে হবে।
[espro-slider id=18338]
তাই এখন জেলায় জেলায়, শহরে শহরে প্রায় সকলকেই বৃক্ষরোপন কর্মসূচি পালন করতে দেখা যায়। সোমবার শহর শিলিগুড়িতে ‘আমরা বেকার’ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন পালন করা হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এরা বৃক্ষরোপন করে। মোট ৫০টি গাছ লাগানো হয়েছে এই সংগঠনের তরফ থেকে।