Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির তিনবাত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পরিত্যক্ত বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয় বছর সতেরোর তপন বর্মনের। গেট বাজার যাবে বলে তপন বর্মন বিকেলে বের হয়। সেই সময় তুমুল বৃষ্টি শুরু হয় এবং সে তখনই পরিবহন নিগমের সেই পরিত্যক্ত বাড়িতে বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়িয়ে পড়ে। বুঝে ওঠার আগে বাড়ির ছাদ ও দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার ওপর। ঘটনাটি দেখতে পায় আশেপাশের ছেলেরা। লোকজনকে ডেকে খবর দিয়ে আহত তপনকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সন্ধ্যায় চিকিৎসকেরা জানান তপন বর্মন মৃত।
তপনের বাবা দীনেশ বর্মন নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান যদি এই বাড়িটি মেরামতি করা হত তাহলে হয়ত আজ তার ছেলেকে এভাবে অকালে চলে যেতে হত না। ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি দুঃখপ্রকাশ করে বলেছেন, যথা সময়ে রক্ষনাবেক্ষনের ব্যবস্থা নিলে আজ একটা শিশুর প্রাণ অকালে চলে যেত না।