ভাস্কর চক্রবর্তী, সেবক, বেঙ্গল টুডেঃ সেবকের করোনেশন সেতুর কাছে গত বুধবার তিস্তায় জলে তলিয়ে যাওয়া পর্যটক বোঝাই গাড়ির মধ্যে থেকে আজ উদ্ধার হল একজনের মৃতদেহ। শুক্রবার, গজলডোবার তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। উদ্ধার হওয়া যুবককে শনাক্তকরণের পর তাঁর নাম অমন গর্গ বলে জানা যায়।

ওইদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা বলি হয় তাঁরা হল, গাড়ির চালক রাকেশ রাই, অমন গর্গ, গৌরব শর্মা এবং গোপাল নারওয়ানী। এখনও পর্যন্ত বাকি ডুবে যাওয়া পর্যটকদের খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশ এবং এনডিআরএফ টিম যৌথ পরিচালনায় বাকিদের দেহের খোঁজ চালাচ্ছে।