Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বিগত কয়েকদিন ধরেই চলছে বর্ষা রানীর তীব্র প্রকোপ পাহাড় তথা সমতল জুড়ে। সেই বৃষ্টিকেই একপ্রকার উপেক্ষা করে, শুক্রবার শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো বিধিপূর্বক অনুষ্ঠিত হল। এদিন খুঁটি পুজোর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় কমিটির সদস্যদের উদ্যোগে। এই উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয় এলাকাবাসীদের দ্বারা।
[espro-slider id=18271]
সেন্ট্রাল কলোনী দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের পুজো এবারে ৫৭তম বর্ষে পদর্পণ করতে চলেছে এবং এবছরের বিশেষ আকর্ষন “নবপত্রে সনাতনী”।প্রকৃতি ও মানুষের সম্পর্ক আজ কোথাও যেন সংকটাসন্ন। কোথাও নির্বিচারে কাঁটা হচ্ছে গাছ, তো কোথাও উচ্ছেদের মাধ্যমে রূপদান করা হচ্ছে নগরায়নের। উদ্যোগক্তাদের বক্তব্য, পুজোর আড়েই সেই সম্পর্কের ফাটল পুনঃস্থাপনের প্রচেষ্টাতেই তাঁরা এবারে ব্রতী হয়েছে।