Thursday, March 23, 2023
spot_img

মহেশতলায় পারস্পরিক শত্রুতার জেরে পুকুরের জলে বিষ

 

 

পিয়ালি নস্কর, মহেশতলা, বেঙ্গল টুডেঃ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত সুকদেবপুরের বাসিন্দা প্রদীপ নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে লিজে একখানি পুকুর নিয়ে সাত মাস ধরে সেইখানেই মাছ চাষ করছিল। পাশের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থাও করা হয়েছিল। মাত্র একদিনের নৈশপ্রহরের ছুটিতে গিয়ে, গতকাল রাতে যখন পুকুর দেখতে যান, তখন তিনি লক্ষ্য করেন কে বা কারা পুকুরে বিষ মিশিয়েছে। ফলে মরা মাছ ভেসে ওঠে।
আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রদীপ বাবুর স্ত্রী আমাদেরকে আরো জানান, সহায় সম্বল যা ছিল সব কিছু গচ্ছিত রেখে গত সাত মাস ধরে মাছের ব্যবসা করছিলেন। এখন এই ক্ষতি হয়ে যাওয়ায় তাঁরা তাদের সংসার কিভাবে চালাবেন এটাই বুঝতে পারছেন না।
তবে প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা এবং ভরসা তাদের রয়েছে। প্রাথমিক অনুমান সম্ভবত হিংসার জেরেই পুকুরে জলে বিষ মেশানো হয়। গোটা ঘটনার উল্লেখ করে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles