ভাস্কর চক্রবর্তী, বাগডোগরা, বেঙ্গল টুডেঃ বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বাগডোগরা বিমানবন্দর চত্বর থেকে এক কোরিয়ান নাগরিককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও রকম বৈধ ভিসা বা কোনো নথি না থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি কেন ভারতে ঢুকলেন, কী মতলবেই বা এই অনুপ্রবেশ এবং কোন পথ দিয়ে ঢুকলেন সে নিয়ে তথ্য জানার চেষ্টা চলছে। তবে পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি নেপাল হয়ে ভারতে এসেছিল।
ছবি সৌজন্যঃ ইন্টারনেট