ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জির উপস্থিতিতে বিগত কিছুদিনের প্রবল বৃষ্টিপাতকে দূরে সরিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এসজেডিএ দুর্নীতিতে অভিযুক্ত বিভিন্ন রাজনৈতিক নেতাদের অবিলম্বে আটক ও কাটমানির সমস্ত টাকা সুদ সমেত ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ধর্ণায় বসা হয়।
[espro-slider id=18221]
এসজেডিএ’য়ের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার কাছে; জোড়াপানি নদীর সংস্কারের অর্থ তছরুপ, বৈদ্যুতিক শ্মশানের জন্য বরাদ্দ অর্থ নয়ছয় ও নদীর চড় বিক্রির অভিযোগসহ মোট দশ দফার একটি স্মারক তুলে দেওয়া হয়।