Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ আজ বিশ্ব আন্তর্জাতিক মাদক-বিরোধী দিবস। রাজ্যে প্রায় সব জেলাতেই আজ ড্রাগের নেশার বিরুদ্ধে একজোট হয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম নয় শহর শিলিগুড়িও।
[espro-slider id=18142]
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে এদিন এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। বুধবার পদযাত্রায় সামিল হয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের মধ্যে সানরাইজ ফাউন্ডেশন, হেল্প রিহ্যাবিলেশন সেন্টার, ন্যাশনাল ক্যাডেট ক্রপ (১৬ বেঙ্গল বিএন এনসিসি ডি- কয়; শিলিগুড়ি কলেজ অফ কমার্স), নিউলাইফ রিহ্যাবিলেশন সেন্টার, সেবা হোম ছিল অন্যতম। এছাড়াও এদিনের পদযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারা এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা সামিলের মাধ্যমে এক অন্যরকম চিত্রপটে তুলে ধরে।