ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুুুুডেঃ আজ শিলিগুড়ির আঞ্জুমান খিদমত-ই-খালক এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করলো। মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল মোট ৯জন এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল মোট ৬জন। এরা প্রত্যেকেই সামসিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী।
[espro-slider id=18081]
মাধ্যমিকে ৭৫% নাম্বার পেয়েছে অস্মিন খাতুন। এছাড়া অন্যান্যরা হল- রুখসার খাতুন, মেহনাজ খাতুন, মুসকান খাতুন, তসলিমা খাতুন, ফারজানা পারভীন, মহম্মদ কইশ আলম, মোহাম্মদ সোহেল হুসেন, মহম্মদ আসিফ। উচ্চ মাধ্যমিকে ৭৫% নাম্বার পেয়েছে ফারহীন সাবা। এছাড়াও অন্যান্য কৃতীরা হল- রুবি খাতুন, মহম্মদ ফিরদৌস আলাম, বুশরা পারভীন, গুলনাজ আনজুম, এসকে ঘিলাম মোহাম্মদ।