ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুুুুডেঃ আজ শিলিগুড়ির আঞ্জুমান খিদমত-ই-খালক এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করলো। মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল মোট ৯জন এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল মোট ৬জন। এরা প্রত্যেকেই সামসিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!
[espro-slider id=18081]
মাধ্যমিকে ৭৫% নাম্বার পেয়েছে অস্মিন খাতুন। এছাড়া অন্যান্যরা হল- রুখসার খাতুন, মেহনাজ খাতুন, মুসকান খাতুন, তসলিমা খাতুন, ফারজানা পারভীন, মহম্মদ কইশ আলম, মোহাম্মদ সোহেল হুসেন, মহম্মদ আসিফ। উচ্চ মাধ্যমিকে ৭৫% নাম্বার পেয়েছে ফারহীন সাবা। এছাড়াও অন্যান্য কৃতীরা হল- রুবি খাতুন, মহম্মদ ফিরদৌস আলাম, বুশরা পারভীন, গুলনাজ আনজুম, এসকে ঘিলাম মোহাম্মদ।