ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বুধবার শিলিগুড়ির শিবমন্দির এলাকায় সরোজিনী সংঘ ও পাঠাগারে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার এক অনুষ্ঠান উদযাপিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে এবং প্রদীপ প্রজ্জলন দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে খুদে স্নেহাশীষ রায় কবি নজরুলের “প্রভাতী” কবিতা আবৃত্তি করে শোনায়। আর এক খুদে সৃজন সরকার কবিগুরুর “প্রশ্ন” আবৃত্তি করে। অন্যদিকে, এবছর মাধ্যমিক পাশ সুদামনি মন্ডল কবিগুরুর ওপর বক্তব্য রাখে। খুদে বেহালা বাদক সুনয়ন দত্ত বেহালার সুরে ৩টি রবীন্দ্র সংগীত সবার সামনে উপস্থাপন করে সবার মন জয় করে। ছোটদের পাশাপাশি বড়রাও কবিতা পাঠ করে শোনান।
রবীন্দ্র-নজরুল আলোচনায় অংশ নেন শ্রীমতি ইরা পাল, শ্রী অনিল সাহা, শ্রী দিলীপ দত্ত, শ্রী নিরঞ্জন নন্দী, শ্রী কালীদাস দাস, শ্রী স্বপন সেনগুপ্ত, শ্রী ছন্দ চক্রবর্তী, শ্রী সজলকুমার গুহ প্রমুখ। শুধু কবিতা, গান রচনাতে এনারা সীমাবদ্ধ ছিলেন না দেশের মুক্তি ছিল এনাদের অন্যতম লক্ষ্য। দেশমাতার সেবায় রত ছিলেন। কবি নজরুল ইসলাম জেল খেটেছেন আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যার প্রতিবাদে ইংরেজদের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন।