32 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো ঘোড়সওয়ার সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠান

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সোমবার শিলিগুড়ির এক অতি পরিচিত সাহিত্য পত্রিকা, "ঘোড়সওয়ার"য়ের বার্ষিক সাহিত্যানুষ্ঠান শহরের সুভাষপল্লীতে অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট তরুণ কবি শ্রী গৌরব চক্রবর্তী ও প্রচ্ছদ শিল্পী শ্রী রাজদীপ পুরী।
শিলচরের এগারো জন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এগারোটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভসূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে ''মনন''য়ের শিল্পীরা।
[espro-slider id=18050]
অনুষ্ঠানের প্রাক্কালেই গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় এবং তা শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যানুষ্ঠান।
সেই অনুষ্ঠানে ছিল গীটারে রবীন্দ্রসঙ্গীত, ঘোড়সওয়ার পত্রিকার হাতে লেখা নবপত্রিকার মোড়কোন্মোচন তথা বিশিষ্ট কবিদের যেমন মনোনীতা চক্রবর্তী, বিদ্যুৎ রাজগুরু, শ্যামলী সেনগুপ্ত, মানসী কবিরাজ ও বিবেক কবিরাজের মতো গুণীজনদের স্বরচিত কবিতাপাঠ ও কাব্যনাট্য।
সবশেষে ''স্বরবৃত্ত'' সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের যন্ত্রানুষঙ্গে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত। অপরদিকে এই সন্ধ্যানুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পূর্ণাঙ্গরূপে পালন করেন শ্রীমতি অলকা বড়াল মহাশয়া।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles