বিশ্বেশ্বর মজুমদার, ত্রিপুরা, বেঙ্গল টুডেঃ ১৩ই জুন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টের সময়, দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বকাফা লঙ্কাজয় পাড়ার বাসিন্দা হাসিন আলির কন্যা রেনু বেগমকে শুভেচ্ছা জানানো হয়।
রেনু বেগম এবারের মাধ্যমিক পরিক্ষায় ৮০শতাংশর বেসি নম্বর পেয়ে উক্তিন্ন হয়েছে। জানা গিয়েছে, রেনু খুবই দরিদ্র পরিবারের বসবাসকারী মেয়ে।
You May Share This