Thank you for reading this post, don't forget to subscribe!
বিশ্বজিৎ দেবনাথ, বাদুড়িয়া, বেঙ্গল টুডেঃ এবার বাদুড়িয়া ইছামতীর চরে কাটা মাংস বোঝাই বস্তা উদ্ধারের ঘটনায় এলো নয়া মোড়। বস্তার মধ্যে পশুর মাংস ছিল। অনুমান নদীপথে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। নিশানা নির্ধারণ করতে ওই বস্তাগুলির উপরে দুটি বোতল রাখা হয়েছিল। সীমান্তরক্ষীদের নজরে আসায় ওই বস্তা ফেলে পালায় পাচারকারীরা। উল্লেখ্য, বসিরহাট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গোটা এলাকা জুড়ে গরু পাচার বন্ধ করা হয়েছে। তাই পুলিশের নজর এড়িয়েই এমন ভাবেই ওই কাটা মাংস বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। এমনটাই অনুমান এলাকার মানুষের।